বসন্তের প্রথম দিনে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বসন্তের প্রথম দিনে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বসন্তের প্রথম দিনে গাইবান্ধায় দেখা গেছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। রাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সঙ্গে ঘন কুয়াশা। সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতও অনুভূত হচ্ছে। এতে ফসলসহ আম-লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক।

বুধবার ভোর ৫টা থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে রাস্তা-ঘাট ও শহর-বন্দরে মানুষের উপস্থিতি ছিল কম।

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকার কৃষক মোখলেছুর রহমান বলেন, হঠাৎ করে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার এমন আচরণে
খেতের সবজি, ফসলসহ আম-লিচুর মুকুলের ক্ষতি হতে পারে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন,, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে এটি যদি স্থায়িত্ব হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *