বাংলাদেশকে সৌদি আরবের  ২শ মেট্রিক টন খেঁজুর উপহার

বাংলাদেশকে সৌদি আরবের ২শ মেট্রিক টন খেঁজুর উপহার

পাথেয় ডেস্ক : বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেঁজুর উপহার দিয়েছে সৌদি আরব সরকার। বাংলাদেশে সৌদি দূতাবাসের ডেপুটি কাউন্সিলর সায়েদ আল-গাতানি রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামালের হাতে এই উপহার তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব খেঁজুর বিভিন্ন জেলায় পাঠিয়ে দেবে।

ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেগুলো বিতরণ করা হবে। গত কয়েক বছর রোজা শুরুর আগে উপহার হিসেবে বাংলাদেশে খেঁজুর পাঠিয়ে আসছে সৌদি আরব সরকার। আগামীতেও রোজার আগে খেঁজুর পাঠাতে আল-গাতানিকে অনুরোধ জানান ত্রাণসচিব। ডেপুটি কাউন্সিলর বলেন, বিষয়টি তিনি সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *