বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি : পরিকল্পনামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেঙ্গু ও জলাতঙ্কসহ পরিচিত সব রোগের টিকা তৈরির একটি প্রকল্পে বাংলাদেশকে ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে আগারগাঁওয়ে পরিকল্পনামন্ত্রীর দপ্তরে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, শিগগিরই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হবে।

মন্ত্রী আর বলেন, আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে এ প্রকল্প নিতে হবে। তা নাহলে বরাদ্দ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ খাতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এডিবি থেকে আগামী বছরও ৩ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এশীয় উন্নয়ন ব্যাংকের দৃষ্টিতে প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধে বাংলাদেশ ভালো করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি আরও বলেন, নির্বাচনের কারণে যেন প্রকল্পটি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক রয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *