বাংলাদেশের বৈদেশিক ঋণ কমে এখন ৯৯.৩০ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক ঋণ কমে এখন ৯৯.৩০ বিলিয়ন ডলার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের বৈদেশিক ঋণ ১.৩৪ বিলিয়ন মার্কিন ডলার কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চ মাস শেষে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯.৩০ বিলিয়ন ডলারে।

গত বছরের ডিসেম্বর মাসে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১০০.৬৪ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি বছরের শুরু থেকেই ঋণ কমার প্রবণতা দেখা যাচ্ছে।

বেসরকারি খাতের ক্ষেত্রেও ঋণ কমেছে। মার্চ মাসে বেসরকারি খাতের মোট ঋণের পরিমাণ ছিল ২০.২৯ বিলিয়ন ডলার, যা ডিসেম্বরের ২০.৯৪ বিলিয়ন ডলারের তুলনায় ৩ শতাংশ কম।

অন্যদিকে, সরকারি খাতের বৈদেশিক ঋণ কমে দাঁড়িয়েছে ৭৯ বিলিয়ন ডলারে, যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ৭৯.৬৯ বিলিয়ন ডলার।

মার্চ মাসে বেসরকারি খাতের স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১১.০৪ বিলিয়ন ডলার। ডিসেম্বরে এই ঋণের পরিমাণ ছিল ১১.৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এই খাতে ৭৫০ মিলিয়ন ডলার কমেছে।

তবে, বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী বৈদেশিক ঋণ ডিসেম্বরের ৯২.৫৬ বিলিয়ন ডলার থেকে কমে মার্চ মাসে দাঁড়িয়েছে ৯১.৫৩ বিলিয়ন ডলারে।।

Related Articles