পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রবণতা চলছে। ২০২১ সালে দেশের পুঁজিবাজারে মোট বিদেশি বিনিয়োগ ছিল ১,৯২৫ মিলিয়ন ডলার। ২০২২ সালে তা এসে দাঁড়িয়েছে ১,২৬৩ মিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে মার্কিন বিনিয়োগ আগের বছরের তুলনায় ২০২২ সালে ৩৩.৭% কমেছে। ২০২১ সালে পুঁজিবাজারে মার্কিন বিনিয়োগ ছিল ১০৫২.৯৭ মিলিয়ন ডলার; ২০২২ সালে তা এসে দাঁড়িয়েছে ৬৯৭.৬৭ মিলিয়ন ডলারে।
বিনিয়োগ কমলেও এখনো মার্কিন বিনিয়োগকারীরা তালিকার শীর্ষে রয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশি বিনিয়োগকারীরা পুঁজিবাজারে মোট বিদেশি বিনিয়োগের ৫৫.২%-এর মালিক।
দ্বিতীয় স্থানে রয়েছেন লুক্সেমবার্গের বিনিয়োগকারীরা; ১৫৫ মিলিয়ন ডলার বা ১২.৩% বিনিয়োগ করেছেন তারা। যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা ২০২২ সালে ১৩৯.৪২ মিলিয়ন ডলার বা মোট বিদেশি বিনিয়োগের ১১% নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
২০২১ সালে, লুক্সেমবার্গ এবং যুক্তরাজ্য দেশের পুঁজিবাজারে যথাক্রমে ২৮৯.১৫ মিলিয়ন ডলার ও ২০৫.৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
সিঙ্গাপুর-ভিত্তিক বিনিয়োগকারীরা ২০২২ সালে ১০৩.৪৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যা ২০২১ সালে বিনিয়োগ করা ১৪১.৫৯ মিলিয়ন ডলার থেকে কিছুটা কম।
২০২২ অর্থবছরে, দেশের স্টক মার্কেটে বাইরের দেশগুলো ৬৪.৮৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
মরিশাস ও কেম্যান দ্বীপপুঞ্জের বিনিয়োগ ২০২২ সালে যথাক্রমে ৯.৬৫ মিলিয়ন ডলার ও ১০.৭৬ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা আগের বছরের ৪৮.৫৭ মিলিয়ন ও ১৭.২৪ মিলিয়ন ডলার থেকে কম।
কানাডা, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগও ২০২২ সালে যথাক্রমে ৪৩.০৪ মিলিয়ন ডলার, ১২.৬ মিলিয়ন ডলার ও ১০.১২ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালে যথাক্রমে ৪৩.৪৯ মিলিয়ন ডলার, ১৭ মিলিয়ন ডলার ও ১২.১২ মিলিয়ন ডলার থেকে কমেছে।
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ থেকে বিনিয়োগ ২০২১ সালে ১৪.০৭ মিলিয়ন ডলার থেকে ২০২২ সালে ৩০.৩ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
বাজারের সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ও তালিকাভুক্ত সংস্থাগুলোকে আঘাত করে এমন নীতিতে বারবার পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে নীতির হার বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের জন্য এই ধরনের দেশে বিনিয়োগের জন্য আরও নিরুৎসাহিত করেছে।