পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোরের ঝিকরগাছায় নিখোঁজের ১৩ ঘণ্টা পর সাদিয়া খাতুন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্বর্ণের কানের দুলের লোভে চম্পা বেগম (২৫) নামে প্রতিবেশী এক নারী তাকে শ্বাসরোধে হত্যা করেছেন।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাটিকুমরা গ্রামের একটি বাঁশবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকালে অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ। নিহত সাদিয়া খাতুন মাটিকুমরা গ্রামের বাবর আলী বাবুর মেয়ে।
সাদিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, শিশুটিকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দিনভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। রাত ১২টার দিকে মসজিদের পাশের বাগানে তার মরদেহের খোঁজ মেলে। পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বাবলুর রহমান আরও জানান, স্বর্ণের কানের দুলের লোভে প্রতিবেশী ফুপু চম্পা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের ধারণা। সকালে ডিবি পুলিশ যশোর পৌরশহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে চম্পাকে আটক করা হয়। চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।