বান্দরবানে মানুষের পাশে আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন

বান্দরবানে মানুষের পাশে আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন

বান্দরবানে মানুষের পাশে আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবহেলিত ও হতদরিদ্র সাধারণ ও বান্দরবানের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমদের সহায়তায় এগিয়ে এসেছে আবদুল কুদ্দুছ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে করোনা ভাইরাসের শিকার হয়ে ঘরবন্দী কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে ভালবাসার গুচ্ছ উপহার।

গত ২০ এপ্রিল থেকে প্রাথমিক পর্যায়ে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। এ ব্যাপারে আবদুল কুদ্দুছ ফাউন্ডেশন’র চেয়ারম্যান আশরাফুর রহমান জানিয়েছেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছি।

তিনি বলেন, জেলার অঘোষিত লকডাউনের সময় বৃদ্ধি পাওয়ায় সামাজিক দায়বদ্ধতার কারণে আমরা “ভালবাসার গুচ্ছ উপহার” নামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করছি। পাশাপাশি পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে “রমজান ফুড প্যাক” নামক শুকনো ইফতার বিতরণের কাজও শুরু করেছি।

এই প্রোগ্রাম সামনেও চলমান থাকবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *