বাবুনগরীসহ তিন আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ইসলামি ঐক্যজোটের

বাবুনগরীসহ তিন আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ইসলামি ঐক্যজোটের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশ।

বুধবার (০৯ ডিসেম্বর) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকীব ও মহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল করিম সহ শীর্ষ নেতাদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের বিভিন্ন এলাকায় আলেম-উলামা বিশেষত মাদরাসার নিরীহ ছাত্রদের হয়রানি হতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরত থাকার আহবান জানান। তারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সরকারকে দেশের ৯২ ভাগ মুসলমানের ঈমান ও দ্বীনের হেফাজতের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার আহবান জানান।

এদিকে বিশ্ব মুসলিম পরিষদের চেয়ারম্যান মাওলানা একেএম আশরাফুল হক ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা সৈয়দ ফয়জুল করিম ও মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *