বার্নাব্যুতে শিরোপা উৎসব

বার্নাব্যুতে শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জিতে গত রোববার বিকেলে রিয়ালে পৌঁছায় তারা। শিরোপা নিয়ে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উৎসব করে। শুধু রিয়াল মাদ্রিদ ফুটবল দলই নয়, শিরোপার উৎসব করে রিয়ালের বাস্কেটবল দলও। তারা ইউরো লিগে চ্যাম্পিয়ন হয়েছে।

রিয়ালের শিরোপা উৎসব দেখতে বার্নাব্যুতে হাজির হয়েছিল ভক্ত-সমর্থক ও শুভাকাক্সক্ষীরা। কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল স্টেডিয়াম। রোনালদো, বেল, বেনজেমা ধ্বনিতে প্রকম্পিত হয়েছে বার্নাব্যু। তারা এই স্লোগানও দিয়েছে যে, ‘রোনালদো তুমি যেও না।’

অনুষ্ঠানের শুরুতে সার্জিও রামোস শিরোপা নিয়ে মাঠে প্রবেশ করতেই হর্সধ্বনিতে প্রকম্পিত হয় বার্নাব্যু স্টেডিয়াম। এরপর স্কোয়াডের নাম্বার অনুযায়ী এক এক করে সব খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন। তারপর সবাই মিলে শিরোপা নিয়ে উচ্ছ্বাস করেছেন, উল্লাস করেছেন, করেছেন নাচানাচি। রোনালদো-মার্সেলো ড্যান্স করেছেন। ‘উই আর চ্যাম্পিয়ন’ বলে চিৎকার করেছেন। তাদের সঙ্গে সুর করে মাঠে উপস্থিত সমর্থকরাও বলেছেন ‘উই আর চ্যাম্পিয়ন’।

রামোস তার বক্তেব্যে বলেন, ‘তারা বলেছিল যে এটা অসম্ভব। আমরা জিততে পারব না। কিন্তু দিনশেষে আবারো আমরা এখানে জড়ো হতে পেরেছি। যখন আমরা টানা দুইবার ফাইনালে উঠেছিলাম তখনও মানুষ সন্দেহ পোষণ করেছিল। আমাদের উচিত সভাপতিকে ধন্যবাদ দেওয়া। কোচকে ধন্যবাদ দেওয়া উচিত।’

কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমি আসলে আপনাদের ধন্যবাদ দেওয়ার চেয়ে বেশি কিছু বলতে পারব না। আপনারা সব সময় আমাদের সমর্থন করে এসেছেন। আমি আমার হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’

রোনালদো ফাইনাল শেষে রিয়াল সমর্থকদের হতাশ করার মতো বক্তব্য দিলেও এদিন ছিলেন ভিন্নরকম, ‘আমি এই ক্লাব সম্পর্কে কী বলব? আসলে পৃথিবীর সেরা এই ক্লাবটির হয়ে খেলতে পেরে আমি যারপরনাই গর্বিত। আপনারা আমাদের প্রতিটি ম্যাচেই সমর্থন দিয়েছেন। ধন্যবাদ সকলকে।’ এরপর আতশবাজির ঝলকানিতে নানান রঙের আলোতে আলোকিত হয়েছে বার্নাব্যু স্টেডিয়াম।

বিকেলে বিমানবন্দর থেকে রিয়ালে আসার পথে রোনালদো-বেলদের স্বাগত জানায় হাজার হাজার সমর্থক। তারা স্টেডিয়ামের বাইরে ও রাস্তায় দাঁড়িয়ে হর্সধ্বনিতে স্বাগত জানায় চ্যাম্পিয়নদের।

_______________

patheo24,/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *