বাস চলাচল বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে

বাস চলাচল বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা। পরিবহন নেতাদের দাবি, নিরাপত্তার অভাবে চালকরাই বাস বন্ধ রেখেছেন।

গতকাল শুক্রবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে।

সরেজমিনে ময়মসনসিংহ মাসকন্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ভোরে ঢাকা থেকে এনা পরিবহনের কয়েকটি বাস ছেড়ে আসে। কিন্তু কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যায়।

এদিকে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী স্ট্যান্ডে বিপাকে পাড়েন। তাদের মধ্যে একজন ফুলপুরের জয়নাল (৪০)।

তিনি পেশায় একজন শ্রমিক। ঢাকায় কাজ করেন।

তিনি জানান, তারা সাতজন ফুলপুর থেকে ময়মনসিংহ শহরে এসেছেন। এখান থেকে ঢাকা যাবেন।

কিন্তু বাস বন্ধ হয়ে যাওয়ায় তারা আর যেতে পারছেন না। জয়নাল বলেন, ‘আমরা গরিব মানুষ। এতগুলো টাকা নষ্ট হলো।’

সাইদুল আমান নামে আরেক যাত্রী বলেন, ‘ধারণা ছিল শনিবার বাস বন্ধ থাকতে পারে। কিন্তু আজই বন্ধ হয়ে যাবে তা ভাবিনি। জরুরিভাবে ঢাকা যাওয়া দরকার।’

মাসকান্দা বাস টার্মিনালের ম্যানেজার খোরশেদ আলম বলেন, ‘ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তার অভাবে চালকরা বাস বন্ধ রেখেছেন।’

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন জানান, বাস বন্ধের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত দেননি। নিজেদের জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসচালকরা বাস বন্ধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *