বাস চলাচল বন্ধ রাজশাহী-ঢাকা রুটে

বাস চলাচল বন্ধ রাজশাহী-ঢাকা রুটে

পাথেয় রিপোর্ট : রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ। ০৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়নি কোনো বাস। অভিযোগ উঠেছে, ৯ নভেম্বর ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ ঠেকাতেই এই কাণ্ড ঘটিয়েছেন সরকার সমর্থকরা।

৯ নভেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ ডেকেছে দলটি। তাই ঠেকাতে সরকার সমর্থকরা নাকি রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে পরিবহন শ্রমিকরা। নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার জেরে কেবল এ রুটেই বাস বন্ধের কথা জানিয়েছেন তারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। এই জনসভাকে কেন্দ্র করেই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকা রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটসহ অন্য আন্তঃজেলা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোরের পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *