বাড়ি বাড়ি গিয়ে গোবর কিনবে ভারত সরকার

বাড়ি বাড়ি গিয়ে গোবর কিনবে ভারত সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজ্য মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি জানান, হরেলি (স্থানীয় উৎসব) থেকেই এ প্রকল্প চালু হয়ে যাবে।

প্রকল্প মোতাবেক কৃষকের বাড়ি বাড়ি গিয়ে গোবর কিনবেন সরকারের সংশ্লিষ্ট শাখার কর্মচারীরা। মুখ্যমন্ত্রী জানান, আগামী সাত-আট দিনের মধ্যেই গোবরের দাম নির্ধারিত করা হবে।

এজন্য পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি হয়েছে। কৃষি ও পানিসম্পদ মন্ত্রী রবীন্দ্র চৌবেকে এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

এমন একটি পরিকল্পনার কারণ হিসেবে ভূপেশ বাঘেল জানান, গরু ছেড়ে রাখার একটি ধারা লোকজনের মধ্যে রয়েছে। গবাদিপশু রাস্তাঘাটে অবাধে বিচরণ করায় অনেকবার দুর্ঘটনা ঘটেছে।

যার জেরে প্রাণহানিও হয়েছে। আবার ছাড়া গরু অন্যের ফসল খেয়ে নষ্ট করেছে, এমনও হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, গরু ছেড়ে রাখার এই যে ধারা চলে আসছে, তা বন্ধ করতেই এ পদক্ষেপ। বাঘেল আরও জানান, গরু দুধ দেয়া বন্ধ করলে, অনেকেই সেই গরুকে ঘরে রাখেন না। মালিকানাহীন, পরিত্যক্ত হয়ে রাস্তায় চরে বেড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *