বিএনপির লংমার্চ, আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার

বিএনপির লংমার্চ, আখাউড়া স্থলবন্দরে নিরাপত্তা জোরদার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে। লংমার্চ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ শুরু হয়। বর্তমানে লংমার্চটি ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে।

সরেজমিন দেখা যায়, স্থলবন্দরটির নিরাপত্তার জন্য শুল্ক স্টেশনের প্রধান ফটকের অদূরে প্রতিবন্ধকতা তৈরি করেছে জেলা পুলিশ। ফলে দুই দেশের যাত্রীদের হেঁটে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে যেতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পাসপোর্টধারী যাত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া কাউকে শুল্ক স্টেশন ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে যেতে দেওয়া হচ্ছে না। ইমিগ্রেশনের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দিতে আখাউড়া স্থলবন্দর এলাকায় পৌঁছেছেন।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আখাউড়া স্থলবন্দরে পর্যাপ্তসংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি দল রিজার্ভেও রাখা হয়েছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, “লংমার্চকে কেন্দ্র করে স্থলবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। র‍্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে। সব বাহিনী প্রস্তুত আছে।”

Related Articles