পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার দাউদকান্দিতে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে কোরআন খতম করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার তুজারভাঙ্গা জামিয়া ইসলামিয়া মোবারকিয়া মাদ্রাসার ৫০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী কোরআন খতম করেন। এসময় তাদের বুকে দেখা যায় লাল-সবুজ পতাকা।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
মাদ্রাসা শিক্ষার্থীরা জানান, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা কোরআন খতম দিয়েছি। প্রতি বছর আমরা এ কাজটি করি।
মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আমরা বিজয় দিবস পালন করি। এ দিনে কোরআন খতম, দোয়া মোনাজাত, র্যালির আয়োজন করা হয়। এছাড়াও শিশু-কিশোরদের দিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।