পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে ক্ষমতায় আবার বিজেপি আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির জাতীয় কাউন্সিলের সম্মেলনে দলীয় প্রতিনিধিদের সামনে দিল্লীর রামলীলা ময়দানে ফের ভারতের ক্ষমতায় আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নরেন্দ্র মোদি বলেন, যতই সম্মিলিত হয়ে জোট গঠনের চেষ্টা করা হোক, মনে রাখবেন তা হবে না।
দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেও বক্তব্য দেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে সিবিআইকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? কিসের এত ভয়? এক সময় আমাকেও তো সিবিআই একটানা নয় ঘণ্টা জেরা করেছিল। অমিত শাহকে জেলে পাঠিয়েছিল। পরে প্রমাণ হয়েছিল সবই মিথ্যা। সিবিআইকে কোনোদিন বাধা দিইনি। বিরোধীরা যে জোট করছেন তার একমাত্র কারণ হলো দুর্নীতি। তারা দল বেঁধে বাধা সৃষ্টি করছে। কারণ তাদের ভয় আমরা আবার ক্ষমতায় এলে, এবার তাদের দুর্নীতির দোকান বন্ধ হয়ে যাবে। তাই মরিয়া হয়ে আজকাল একটা ব্যর্থ এক্সপেরিমেন্ট চালাচ্ছে। ওই ব্যর্থ পরীক্ষার নামই হলো মহাজোট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদি বলেন, আমরা এমন একটি সরকার দেশবাসীকে উপহার দিয়েছি, যার বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। এমন রেকর্ড এর আগে নেই। আমরা চাই উন্নয়নের লক্ষ্যে শক্তিশালী সরকার। বিরোধীরা চায় লুটপাট চালানোর জন্য দুর্বল সরকার। আমাদের সরকারকেই ভারতবাসী চাইছে। আমরাই আবার ক্ষমতায় আসব। এটা সাধারণ মানুষের চাহিদা। সুতরাং বিরোধীদের সব উদ্যোগই ব্যর্থ হবে।