বিপদসীমার উপরে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

বিপদসীমার উপরে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উজানের পাহাড়ি ঢাল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদীর তীরবর্তী বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন।

পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, কয়েক দিন ধরে নদীতে পানিবৃদ্ধি শুরু হয়। সোমবার (১ আগস্ট) দুপুরেও ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল। কিন্তু বেলা ৩টার দিকে হু হু করে পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় আরও ১৫ সেন্টিমিটার অর্থাৎ ২৫ দশমিক ৮৫ মিটার দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, ‘পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ব্যারেজ ও আশপাশের লোকজনকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন বাঁধ, তীরবর্তী এলাকা ও অবকাঠামোতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *