বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বামীসহ কারাগারে পাপিয়া

বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বামীসহ কারাগারে পাপিয়া

বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বামীসহ কারাগারে পাপিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী বিরুদ্ধে বিমানবন্দর থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন এ দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ শেরেবাংলা নগর থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়ও ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুজন সঙ্গীসহ পাপিয়া এবং তার স্বামীকে আটক করে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করে। এরপর কয়েক দফায় তাদের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *