পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ১৪টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজের পর ময়দানের মাশোয়ারা কামরায় এ গণবিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
জানা যায়, প্রতিবছরের মতো এবার মিম্বারে বিয়ে পড়ানো হয়নি। বিয়ে পড়ানো হয়েছে মাশোয়ারার কামরায়। বিয়ের অনুষ্ঠানে শীর্ষ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রথা অনুসারে বিয়ের আসরে বর উপস্থিত থাকেন। কনে নিজ বাড়িতে অবস্থান করেন। কনের সম্মতিক্রমে তার আত্মীয় স্বজন বিয়ের আসরে হাজির হন। বরের উপস্থিতিতে বর ও কনের আত্মীয়-স্বজন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাম ঠিকানা লিপিবদ্ধ করেন। মোট ১৪ জোড়া মানে ১৪টি বিয়ে সম্পন্ন হয়েছে আজ।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, তাবলিগের রেওয়াজ অনুযায়ী বর-কনের সম্মতিতে এবং উভয়পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুকবিহীন ১৪টি বিয়ে অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, যৌতুকবিহীন বিয়েতে আগ্রহী বর-কনের আত্মীয়রা নাম লিপিবদ্ধের কাজ করেন। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহরে ফাতেমি’র নিয়মানুযায়ী। এতে মোহরানার পরিমাণ দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। বিয়ের পর নবদম্পতির সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মধ্যে খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়।
প্রসঙ্গত, আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭ তম বিশ্ব ইজতেমা।
সূত্র: যুগান্তর