বিশ্ব ইজতেমা মুখরিত ছিল যেসব আলেমের অংশগ্রহণে

বিশ্ব ইজতেমা মুখরিত ছিল যেসব আলেমের অংশগ্রহণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বে অনুষ্ঠিত আলমি শুরার সাথীদের বিশ্ব ইজতেমা। এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেন রেকর্ড পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান। বাদ যাননি কলেজ-মাদরাসার শিক্ষার্থী ও দেশবরেণ্য পীর-মাশায়েখ এবং আলেম-ওলামা।

বৃহস্পতিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত প্রতিদিন বাদ ফজর শুরু হতো ঈমান ও আমলের বয়ান। ইবাদত-বন্দেগি ও জিকির-আজকারে মুখরিত ছিল টঙ্গীর তুরাগ তীর। চলছে দেশি-বিদেশি আলেম-ওলামা ও ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ নসিহত। শুধু ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র শিক্ষার্থীরাই নন, তিনদিন ধরেই সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেম ও পীর মাশায়েখরা। কনকনে শীত উপেক্ষা করে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের নিয়তেই ময়দানে উপস্থিত হন তারা, যা ইজতেমার মজলিসকে শতগুণ বেশি প্রাণবন্ত করে তুলেছিল।

শীর্ষস্থানীয় আলেম ও পীর-মাশায়েখ

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখদের মধ্যে উপস্থিত হন-

>> মাওলানা মাহমুদুল হাসান।
>> মাওলানা আব্দুল কুদ্দুস।
>> মাওলানা আব্দুল মালেক।
>> মুফতি মিযানুর রহমান সাঈদ।
>> মাওলানা মাহফুজুল হক।
>> মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী।
>> মাওলানা জাফর আহমদ।
>> মাওলানা শওকত হোসাইন।
>> শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।
>> মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর)
>> মাওলানা আরশাদ রাহমানি।
>> মাওলানা আব্দুল আউয়াল।
>> মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস।
>> শায়খ সাজিদুর রহমান।
>> মুফতি রুহুল আমিন।
>> মাওলানা মোহাম্মদ আলি।
>> মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ।
>> মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।
>> মুফতি ফয়জুল্লাহ (মাদানীনগর)।
>> মুফতি কেফায়তু্ল্লাহ আযহারি।
>> মুফতি মাসউদুল করীম।
>> মুফতি জাফর আহমদ (ঢালকানগরের পীর)।
>> মুফতি আবু সাঈদ।
>> মাওলানা আব্দুস সালাম।
>> মাওলানা মামুনুল হক।
>> মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি।

বিদেশি আলেম ও তাবলিগের শুরা সদস্যদের মধ্যে ছিলেন-
>>মাওলানা আহমদ লাট, ভারত।
>> মাওলানা ইবরাহিম দেওলা, পাকিস্তান।
>> আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দ, ভারত।
>> মাওলানা ফারুক (ভাই ফারুক) ভারত।
>> মাওলানা জুহায়েরুল হাসান, ভারত।
>> মাওলানা ইসমাইল গোদরা, ভারত।
>> মাওলানা জিয়াউল হক, পাকিস্তান।
>> মাওলানা খুরশিদ আলম, পাকিস্তান।
>> মাওলানা নওশাদ, পাকিস্তান।
>> মাওলানা হাসমত উল্লাহ, পাকিস্তান।
>> মাওলানা বখতে মুনির, পাকিস্তান।
>> মাওলানা শাহেদ, পাকিস্তান।

অন্যদিকে আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *