বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মাহমুদ মাদানী : আল্লামা মাসঊদ

বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল মাহমুদ মাদানী : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লাত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল, আওলাদে রাসূল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানীকে বিশ্ব মুসলিম তারুণ্যের আইডল বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, বর্তমান মুসলিম বিশ্বের সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছেন মাওলানা মাহমুদ আসআদ মাদানী। সামাজিক জীবন ও রাজনীতিতে ন্যায়-নীতি, ইনসাফ, সততা ও কুরআন-হাদীসের জ্যোতি ছড়িয়ে সারা মুসলিম জাহানের আইকন হয়ে আছেন তিনি। আমি তার নেক হায়াত কামনা করি।

বুধবার (২৪ মার্চ) রাত ৯টায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ‘আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায়’ এসব কথা বলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশের স্বাধীনতার পেছনে ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর অবদান অনিস্বীকার্য উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ‘১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন ভারতের মুসলমান সমাজে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রবল জনমত গঠনের কাজ করেন মাওলানা আসআদ মাদানী (রহ.)। পাকিস্তানীদের গণহত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করেছেন তিনি। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত গঠনের লক্ষ্যে বিশেষ করে তাঁর নেতৃত্বে কলকাতায় যে সভা ও সেমিনারগুলো অনুষ্ঠিত হয়, সে ইতিহাস আজও ভাস্বর হয়ে আছে।’

আল্লামা মাসঊদ বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে ইন্দিরা গান্ধীর বিশেষ দূত হিসেবে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) বাংলাদেশে আসেন। মাওলানা কাজি মুতাসিম বিল্লাহ (রহ.) সহ বেশ ক’জন শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তিনি দেখা করেন। তখন মাদরাসা-মসজিদ খুলে দেয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।’

আরও পড়ুন: ‘স্মৃতির মলাটে ফিদায়ে মিল্লাত’ এর মোড়ক উন্মোচন করলেন মাহমুদ মাদানী

‘আওলাদে রাসূল ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ বলে উল্লেখ করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) কে শ্রদ্ধার সাথে স্মরণ করলাম।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *