বিসিএসের প্রশ্নফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি গঠন পিএসসির

বিসিএসের প্রশ্নফাঁস তদন্তে তিন সদস্যের কমিটি গঠন পিএসসির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বের হয়ে আসে পিএসসির ছয় কর্মকর্তা-কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসে জড়িত। তারা একটি চক্র গড়ে তুলেছেন। যেখানে আছেন আরও ১০ থেকে ১১ জন।

অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে।
বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও দুই উপ-পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাদেরকে গ্রেপ্তার করে।

Related Articles