পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল বুধবার সকাল ৯টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ওলামা মাশায়েখ সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘আমরা ১৩ দফা বাস্তবায়ন, কারাবন্দী নেতা-কর্মীদের দ্রুত মুক্তি ও নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। এই সম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান জাতীর সামনে পরিস্কার হবে।’