বৃদ্ধার পাশে মানবিক কলেজছাত্রী

বৃদ্ধার পাশে মানবিক কলেজছাত্রী

বৃদ্ধার পাশে মানবিক কলেজছাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (ঝালকাঠি প্রতিনিধি) : একজন মানবিক কলেজ ছাত্রী দাঁড়িয়েছেন অসহায় এক বৃদ্ধার পাশে। শুনতেই কেমন যেনো মন আনচান করে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধা রোকেয়া বেগমের অসহায়ত্বের কথা জেনে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই কলেজছাত্রী।

ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত মোকসেদ খানের স্ত্রী অসহায় বৃদ্ধ ভিক্ষুক রোকেয়া বেগম। তাকে ১ মাসের খাদ্যসামগ্রী, শাড়ি ও চিকিৎসা খরচ বাবদ আড়াই হাজার টাকা দিয়েছেন কলেজছাত্রী নুপুর আক্তার। তিনি রাজাপুর আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।

শনিবার (৪ জুলাই) রাজাপুরের একটি পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ওই বৃদ্ধ অসহায় নারীর হাতে এসব উপহার তুলে দেন তিনি।

নুপুর জানান, ব্যক্তিগত কাজের জন্য কিছু টাকা জমিয়েছিলাম। ফেসবুকে ওই বৃদ্ধ নারীর অসহায়ত্বের কথা ও অর্থাভাবে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না, এমন সংবাদটি দেখে তাকে সহায়তার চিন্তা করি এবং পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও এগিয়ে আসেন। এরপর ওই বৃদ্ধ নারীর ১ মাসের খাবারের জন্য ১৫ কেজি চাল, আলু ৫ কেজি, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, লবণ ১ কেজি, ২টি সাবান ও ১টি শাড়ি উপহার হিসেবে তুলে দেন।

তিনি আরও জানান, এছাড়া অসহায় মানুষের সহযোগিতার জন্য তৈরি করা ফেসবুক গ্রুপের একজন ইমাম হাসান, সাইফুল ইসলাম ও রিয়াজুল ইসলাম মিলে আড়াই হাজার টাকা চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য সহায়তা দিয়েছেন। আর কলেজছাত্রীকে খাদ্য ক্রয়ে সার্বিক সহায়তা করেছেন গ্রুপের সদস্য সৌরভ।

নুপুর জানান, সমাজের ধনী ব্যক্তি, জনপ্রতিনিধি ও বড় ব্যবসায়ীদের উচিত সমাজের এসব মানুষের পাশে দাঁড়ানো।

বৃদ্ধ নারী রোকেয়া বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি খুব অসহায় হয়ে পেটের দায়ে ভিক্ষাবৃত্তি শুরু করেন এবং দক্ষিণ সাউথপুর গ্রামের রিকশাচালক জামাতা ও তার মেয়ের বাড়িতে আশ্রয় নেন। করোনার কারণে যখন সবকিছু বন্ধ হয়ে যায় তখন ভিক্ষাও বন্ধ হয়ে যায়। এ কারণে চরম বিপাকে পড়েন তিনি। ঔষধ কিনে খাবারও সামর্থ্য ছিল না। এ সহযোগিতা পেয়ে তিনি বেশ খুশি এবং আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করেন।

তিনি আরও জানান, আঙ্গারিয়া গ্রামে স্বামীর ভিটায় সরকারি একটি ঘর পেলে সেখানে তার মাথা গোজাঁর ঠাঁই হতো।

মঠবাড়ি ইউনিয়ন পরিষদের দক্ষিণ সাউথপুর গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম তারেক জানান, এ বৃদ্ধ নারী সত্যিই খুব অসহায় অবস্থায় রয়েছেন। তাকে একটি ঘর দেয়া খুবই জরুরি। তিনি এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *