পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকাসহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণাঞ্চলে বাড়তে পারে।