বৃহস্পতিবার জমিয়তুল উলামার কর্মী সম্মেলন

বৃহস্পতিবার জমিয়তুল উলামার কর্মী সম্মেলন

সালমান হুসাইন ● একলাখ ইমাম, আলেম ও মুফতির স্বাক্ষর সম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফতোয়া সংগ্রহকারী সংগঠন ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন বৃহস্পতিবার সকাল দশটায় শুরু হবে। সারা দেশের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই এ সংগঠন বিশ্বব্যাপী সাড়া ফেলতে সক্ষম হয়েছে। গত বছরের ১১ আগস্টের প্রধানমন্ত্রীর সেই স্বীকৃতি দেয়ার আশ্বাসের ভিত্তিতেই ১১ এপ্রিল ১৭ প্রধানমন্ত্রী কওমি প্রদানের ঘোষণা দিয়েছেন।

একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দেশে কাজ করে যাচ্ছে জমিয়তুল উলামা। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহীম কাসেমী পাথেয়কে জানান, আলহামদুলিল্লাহ! কর্মী সম্মেলনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চলের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যথাসময়ে ইনশাআল্লাহ সম্মেলন অনুষ্ঠিত।

কী বিষয় নিয়ে এ অনুষ্ঠান হচ্ছে জানতে চাইলে সংগঠনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয়কে জানান, এবার আমাদের সবসদস্যকে মানবসেবার ম্যাসেজ দিতে চাই। আমরা কাজ করবো, বিশ্বকে গড়ার জন্য করবো। মানুষ গড়ে উঠলেই বিশ্ব গড়ে উঠবে। এবারের মৌলিক প্রতিপাদ্যও সেটি।

বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশ কাকরাইলে অনুষ্ঠিত হবে।

এতে ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ ছাড়াও দেশের প্রখ্যাত আলেম, বুদ্ধিজীবী ও স্কলারগণ উপস্থিত থাকবেন। সংগঠনের পক্ষ থেকে দেশ গড়তে আগ্রহী ও প্রত্যয়ীদের দাওয়াত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *