বেইলি রোডে আগুন: গ্রেফতার রেস্তোরাঁকর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

বেইলি রোডে আগুন: গ্রেফতার রেস্তোরাঁকর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কতজন রেস্তোরাঁ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে পুলিশের আইজিকে এ তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে আগুনে ৪৬ জনের মারা যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিকদের গ্রেফতার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর. সোবহান।

গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জন নিহত হন। এছাড়াও ওই ভবন থেকে ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে গত ১ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *