বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার ২য় কেন্দ্রীয় পরীক্ষা শুরু

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যার ২য় কেন্দ্রীয় পরীক্ষা শুরু

পাথেয় রিপোর্ট : পিনপতন নিস্তব্ধতায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর অধীনে ২য় কেন্দ্রীয় পরীক্ষা। ২৩ এপ্রিল সোমবার পর্যন্ত চলবে এই কেন্দ্রীয় পরীক্ষা।
ইফতা ও তাফসীরসহ মোট দশটি স্তরে অনুষ্ঠিত হচ্ছে এই বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা। ইফতা ও তাফসীর বিষয়ে পরীক্ষা গ্রহণের ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তে এই বোর্ডই সর্বপ্রথম এগিয়ে এসেছে। যা পরে অন্যান্য বোর্ড অনুসরণ করছে ও করবে বলে শোনা যাচ্ছে।

সোমবার খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুর,হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকাসহ গোটা দেশের সব পরীক্ষা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে।

কওমী শিক্ষা সনদের সর্বোচ্চ অথরিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক স্বীকৃত ” আল হাইআতুল উলয়া লিল জামিআতিল ক্বওমিয়্যারর অধীনস্থ
ছয় বোর্ডের অন্যতম বোর্ড “বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ” এর ২য় কেন্দ্রীয় পরীক্ষার ১ম দিনের পরীক্ষা সমাপ্তা হয়েছে। বোর্ডের সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং সুচারুরূপে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খুলনা মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী জানান, দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের অনেক বড় চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ, দায়িত্বশীলদের অক্লান্ত পরিশ্রমে দারুণ সূচনা করেছে জাতীফ বেফাক। পরীক্ষার নিয়ম শৃঙ্খলা অনেক চমৎকারভাবে চলছে। সামনের দিনগুলোতে এ বোর্ডের প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি।

জামিআ ইকরা বাংলাদেশ-এর পরীক্ষার হলরুম পরিদর্শন করছেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শরফউদ্দীন

হবিগঞ্জের দারুল ইয়াকিনের শিক্ষাসচিব মুফতি আনোয়ার আমির বলেন, এই প্রথমবারের মতো আমরা জাতীফ বেফাকের সঙ্গে যুক্ত হলাম। সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। নবীগঞ্জ জামিআ মুতাহারিয়ার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদ আলী বলেন, জাতীয় বেফাক একদিন দেশের সব মাদরাসাগুলোর নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।
জাতীফ বেফাকের ২য় কেন্দ্রীয় পরীক্ষার হলের অবস্থা সন্তোষজনক জানিয়ে রামপুরা দারুল উলূমের ভাইস প্রিন্সপাল শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী বলেন, আল হামদুলিল্লাহ আমাদের কেন্দ্র ছিল নকলমুক্ত পরীক্ষার একটি নজীর। এ হল থেকে জাগতিক শিক্ষাকেন্দ্রের কেউ শিক্ষা নিতে পারে।
প্রত্যহ সকাল ৮টা ৩০মিনিটে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।
তাহফীজুল কুরআন, ইলমে তাজবীদ ও মক্তব নাযিরা পরীক্ষার জন্য বোর্ডের ভ্রাম্যমাণ পরীক্ষক টিম দেশময় প্রদক্ষিণ করছেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট মাদরাসা, বোর্ডের কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়ে সহ গোটা দেশবাসীর দুআ ও সহযোগিতা কামনা করেছেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাফিযাহুল্লাহ।

গ্রন্থনা : হোসাইন আহমদ বাহুবলী, শফিকুল ইসলাম সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *