বেফাকের সভা অনুষ্ঠিত

বেফাকের সভা অনুষ্ঠিত

তেইশে সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১ টায় বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের অফিসে মজলিশে শুরার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ। সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তাবলী গৃহিত হয়।
১। অফিসে ২ জন কর্মকর্তা ও একজন কর্মচারীর নিয়োগ অনুমোদন হয়।
২। বোর্ড অন্তর্ভুক্ত মাদরাসাগুলো পরিদর্শনের জন্য পরিদর্শক নিয়োগ।
৩। বেফাকুল মাদ্রিসিদ্দীনিয়্যার অন্তর্ভূক্ত হাওরায়ে হাদিসের মাদরাসাগুলো আল হাইয়আতুল উলয়ায় অংশগ্রহণকারী ছাত্রদের নিবন্ধন তালিকা, নিবন্ধন ফী ও পরীক্ষার ফী আগামী ২৫ মুহাররমের ভিতরে বোর্ডের অফিসে পৌঁছে দিতে হবে।
৪। মাসিক অনুদান বিষয়ক দায়িত্বশীল নির্ধারণ।
৫। বালিকা মাদরাসা বিষয়ক ৩ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।
৯। পরীক্ষার্থী নিবন্ধন নির্ধারণ।
১০। বোর্ডের মাদরাসাসমূহ ফাইনাল পরীক্ষার নিবন্ধন আগামী ২৫ মুহাররমের মধ্যে পৌঁছে দিতে হবে।
১১। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি গঠন।
এ ছাড়াও ইলহাক বৃদ্ধিকরণের লক্ষে ইলহাকি সফর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন,
১) আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দাঃবাঃ- চেয়ারম্যান
২) মুফতি মুহাম্মাদ আলী- মহাসচিব
৩) মাওঃ ইয়াহইয়া মাহমুদ
৪) মাওঃ ইমাদাদুল্লাহ কাসেমী
৫) মাওঃ আসআদ আল হুসাইনী
৬) মাওঃ আরিফ উদ্দীন মারুফ
৭) মাওঃ মুখলিসুর রহমান রাজাগঞ্জী
৮) মাওঃ আব্দুল কাইয়্যুম খান
৯) মাওঃ শরফুদ্দীন
১০) মাওঃ যাইনুল আবিদীন
১১) মাওঃ তাজুল ইসলাম
১২) মাওঃ হুসাইনুল বান্নাহ
১৩) মাওঃ হুসাইন আহমদ
১৪) মাওঃ সাদরুদ্দীন মাকনুন
১৫) মাওঃ নাসির উদ্দিন কাসেমী
১৬) মাওঃ মুমতাজুল করিম
১৭) মাওঃ হিফজুর রহমান
১৮) মাওঃ আব্দুল কুদ্দুস
১৯) মাওঃ শওকত আলী
২০) মাওঃ আব্দুল বাতেন ফরিদী
২১) মাওঃ শাহাদত হুসাইন
২২) মাওঃ আতিকুর রহমান

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *