বেলারুশ-পোল্যান্ড সীমান্তে ২ হাজার শরণার্থীর অপেক্ষা

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে ২ হাজার শরণার্থীর অপেক্ষা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (আইওএম) জানিয়েছে, তীব্র শীত আর বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এখনও বেলারুশ-পোল্যান্ড সীমান্তে দুই হাজার শরণার্থী ইউরোপে ঢোকার অপেক্ষায় আছেন।

গত কয়েক মাস ধরে এখানে প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী জড়ো হন সীমান্ত পার হয়ে ইউরোপে প্রবেশের জন্য।

হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় বেশ কয়েকজন শরণার্থীর মৃত্যু হলে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এর মধ্যে ইরাক সরকার তাদের প্রায় দুই হাজার নাগরিককে এই মধ্যে ফিরত নিয়ে গেছে।

আইওএমের মহাসচিব অ্যান্তোনিও ভিটোরিনো বলেন, আমাদের সবার দায়িত্ব হবে— সবার আগে এই তীব্র শীত থেকে শরণার্থীদের জীবন বাঁচানো।

সীমান্তের উভয় পাশে মানবাধিকার সংস্থাগুলোকে এসব শীতার্ত মানুষকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক এ শরণার্থী সংস্থাটি আরও জানিয়েছে, পোল্যান্ড সীমান্তে এখনও প্রচণ্ড ঠাণ্ডায় ইরাকি কুর্দি, সিরিয়া, ইরান, আফগান, ইয়েমেন, ক্যামেরুনসহ আরও কয়েকটি দেশের দুই হাজার অভিবাসনপ্রত্যাশী অপেক্ষা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *