বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক এমডিকে দুদকে তলব

বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক এমডিকে দুদকে তলব

নিজস্ব প্রতিনিধি : বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নূরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক থেকে পাঠানো এক চিঠিতে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির বর্তমান এই এমডিকে তলব করা হয়েছে। দুদকের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক শামছুল আলম স্বাক্ষরিত চিঠিতে সাবেক এমডি আওরঙ্গজেবকে তলব করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।তবে আওরঙ্গজেব কয়লা কেলেঙ্কারির তদন্তকালেই ২৬ জুলাই থেকে ৪২ দিনের ছুটিতে রয়েছে। হজ পালনের জন্য তার এই ছুটি মঞ্জুর করেছে পেট্রোবাংলা।

দুদক সূত্রে জানা গেছে, আওরঙ্গজেব হজের জন্য ছুটি নিলেও এখনও তিনি যাননি। আর এ জন্যই তার বক্তব্য নেওয়ার জন্য আগে আগে তাকে তলব করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে একলাখ ৪৪ হাজার মেট্রিক টন কয়লা দুর্নীতির ঘটনায় দায়ের করা মামলার আসামি ১৯ জনসহ ২১ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে দুদক নিষেধাজ্ঞা দিলেও এই তালিকায় আওরঙ্গজেবের নাম রাখা হয়নি।কয়লা উধাওয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই তদন্ত কমিটি গঠন করেছে দুদক। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। কমিটির প্রধান উপ-পরিচালক শামসুল আলম এবং অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক এএসএম সাজ্জাদ হোসেন ও উপ-সহকারী পরিচালক এএসএম তাজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *