ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল করলেন নরেন্দ্র মোদি

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল করলেন নরেন্দ্র মোদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) এক ঘোষণায় তিনি এ কথা জানান। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বাড়িতে ও ফসলের মাঠে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আমাদের কৃষকদের বোঝাতে পারিনি। এটা কাউকে দোষারোপ করার সময় নয়। আমি আপনাদের বলতে চাই যে, আমরা কৃষি আইন ফিরিয়ে নিচ্ছি।’

বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা। বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক। কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মিমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি আরও বলেন, ‘তার সরকার আইন সম্পর্কে কৃষকদের শিক্ষিত এবং অবহিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং তাদের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *