ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের ভূখণ্ডের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচলের চুক্তি বাতিলসহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন।

লক্ষ্মীপুরে বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলনের জেলা শাখার ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয় মিছিল।

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি মহিউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ।

ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, অবিলম্বে ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করতে হবে। ভারতের রেলের কোনো বগি এ দেশের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। এ সরকার দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে।

Related Articles