ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকার মৃত্যু, কারাগারে ৩ চিকিৎসক

ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকার মৃত্যু, কারাগারে ৩ চিকিৎসক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভুল চিকিৎসায় স্কুল শিক্ষিকার মৃত্যুর অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক ডিউক চৌধুরীসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ডিউকসহ অন্য দুই চিকিৎসক ও মামলার আসামি ডা. অরুনেশ্বর পাল অভি এবং ডা. শাহাদাত হোসেন রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম।

এর আগে হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের জামিন শেষে গত ১৮ ডিসেম্বর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ডা. ডিউক, ডা. অভি ও ডা. রাসেল। তখন অবকাশকালীন বিচারক মো. হাসানুল ইসলাম মামলাটি অধিকতর শুনানির জন্য ১ জানুয়ারি ধার্য করেন।

এদিন সকালে ওই তিন চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দুই দফায় শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, মামলার তিন আসামি হাইকোর্টের নির্দেশ মোতাবেক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে অবকাশকালীন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিন না দিয়ে মামলার অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। বুধবার অধিকতর শুনানি শেষ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী শাহ পরান বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো।’

উল্লেখ্য, ভুল চিকিৎসায় জেলা শহরের মুন্সেফপাড়ায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যু অভিযোগে তার বাবা শিহাব আহমেদ গেন্দু ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে গত ১৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষিকা নওশিন আহমেদ দিয়া গত ৩০অক্টোবর প্রসব বেদনা নিয়ে শহরের মুন্সেফপাড়ায় ডা. ডিউক চৌধুরীর মালিকানাধীন খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। দিয়ার অস্ত্রোপচারের মাধ্যমে আগাম একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু সুস্থ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তীতে ৪ নভেম্বর ভোরে ব্যথা শুরু হলে দিয়াকে আবারও খ্রীস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তখন ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও মো. শাহাদাত হোসেন রাসেল ‘ভুল ইনজেকশন এবং ওষুধ’ প্রয়োগ করার পর দিয়া অজ্ঞান হয়ে পড়েন। এক পর্যায়ে তার মৃত্যু হলেও তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওইদিন দুপুর একটার দিকে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। ওই দিন বিকাল সাড়ে ৪টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা কয়েক ঘণ্টা আগেই দিয়ার মৃত্যু হয় বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *