ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট

ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ায় কোনও ধরণের পরিবর্তন হবে না বলে নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। ভোট গণনার পুরনো ব্যালট পদ্ধতিতে ফিরে যাওয়ার আবেদনের বিপক্ষে দুই বিচারপতি-বেঞ্চ শুক্রবার (২৬ এপ্রিল) এই রায় দিয়েছেন। লোকসভা নির্বাচন শুরুর কয়েকদিন পর এমন রায় দিলো আদালত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

১৯ এপ্রিল ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৪ জুন ভোট গণনা হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

দুই বিচারপতি-বেঞ্চ সর্বসম্মত এই রায় দেওয়ার পর বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন,‘এই ব্যবস্থার যেকোনও দিক নিয়ে অন্ধ আলোচনা অযৌক্তিক সংশয় সৃষ্টি করতে এবং অগ্রগতিতে বাধা দিতে পারে।’

তিনি বলেন, ‘তারচেয়ে বরং সিস্টেমের বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে প্রমাণ এবং যুক্তির মাধ্যমে একটি গঠনমূলক পদ্ধতি অনুসরণ করা উচিত।’

২০০০ সাল থেকে ভোটের রেকর্ড রাখতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে আসছে ভারত। তবে সম্প্রতি ভোট গনণায় এই সিস্টেমের স্চ্ছতা নিয়ে সন্দেহ দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *