মশা মুক্ত ঢাকা ও শবগুজারীতে অংশগ্রহণের অনুভূতি

মশা মুক্ত ঢাকা ও শবগুজারীতে অংশগ্রহণের অনুভূতি

  • সরওয়ার আলম ভুঁইয়া

এই সময়ে সারা দেশের মানুষের মধ্যে একটি ভয় কাজ করছে যে, ঢাকায় এডিস মশার উপদ্রুপ প্রচন্ড। ফলে ঢাকায় ডেঙ্গু রোগির সংখ্যাও বেশী। এ ভয় নিয়েই আমি দুই দিন দুই রাতের জন্য ঢাকার ইজতেমায় শবগুজারীর আমলে অংশগ্রহন ও অবস্থান করি। কিন্তু একটি ভিন্ন অভিজ্ঞতা নিয়ে কুমিল্লায় ফিরে আসলাম।

প্রতি মাসের শেষ বৃহস্পতিবার খিলগাঁও চৌধুরীপাড়ায় জামিয়া ইকরা বাংলাদেশ ও ইসলামী গবেষণা পরিষদ কমপ্লেক্সে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর তত্বাবধানে ও আধ্যাতিক রাহনুমায়ীর মাধ্যমে অনুষ্ঠিত হয় একটি ও ইসলাহী ইজতেমা ও শবগুজারী।

দেশ বরেণ্য অনেক আলেম-উলামা, পীর-মাশায়েখ, আল্লাহওয়ালা-দ্বীনদার ব্যাক্তিবর্গ সারা রাত জিকির, দুরুদ, সালাম ও আত্মশুদ্ধিমূলক বিভিন্ন আমলে অংশগ্রহণ করেন।

নিজের আত্মশুদ্ধি ও ইসলাহে নফসের জন্য কুমিল্লা থেকে যারা নিয়মিত অংশগ্রহন করেন আমি অধমও তাদের মধ্যে একজন।

ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়া এ সময়ে এসে ঢাকায় রাত্রীযাপনে কিছুটা ভয় কাজ করছিল। এডিস মশার কামড়ের ভয়। মশার যন্ত্রনার ভয়।

আল্লাহর কি মেহেরবানী, গত দুই দিন, দিবা-নিশি পুরো সময়ের মধ্যে একটি মশাও কামড় দেয়নি। খুবই আগ্রহের সাথে বিষয়টি খেয়াল করছিলাম।

মনে মনে চিন্তা করলাম, তাহলে কি ঢাকা শহরে কুমিল্লা শহরের চাইতেও বেশী মশা নিধনের ঔষধ ছিটানো হয়েছে?

আল্লাহ আমাদের সকলকে ডেঙ্গু মহামারী থেকে রক্ষা করুন। আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *