মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ বন্ধে মামলা

মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ বন্ধে মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ বন্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিবাদীদের বিরুদ্ধে শোকজ করেছেন। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

মসজিদের বর্তমান ইমাম হাফেজ মাওলানা শামসুদ্দিন বাদী হয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মঙ্গলবার এ মামলা করেন। এতে উপজেলা নির্বাহী অফিসারসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে।

বুধবার পাইকগাছা উপজেলা মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম পদে নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে। উপজেলা ও পৌরসভার সব ইমামদের নিয়ে সঠিকভাবে নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *