মস্তিষ্কের সমস্যায় ভুগছেন শতাধিক মার্কিন সেনা

মস্তিষ্কের সমস্যায় ভুগছেন শতাধিক মার্কিন সেনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শতাধিক মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন। গত মাসে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় ওই সেনারা অসুস্থ হয়ে পড়েন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করছে। মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় (টিবিআই) ভুগছেন এমন সেনা সদস্যদের সংখ্যা আরও ৫০ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, টিবিআইতে আক্রান্তের সংখ্যা শতাধিক। গত মাসে এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছেন ৬৪ সেনা।

পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে ইমাম খামেনি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। এর প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

ওই হামলার পর যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, কোনো মার্কিন সেনা নিহত বা সরাসরি আঘাত পায়নি। তবে পরে এক বিবৃতিতে জানানো হয় যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বেশ কয়েকজন সেনা।

এর কয়েকদিন পরেই পেন্টাগন জানিয়েছে, আহত সেনাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা শেষে কর্মক্ষেত্রে ফিরেছেন। এছাড়া বাকিদের মধ্যে কয়েকজনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

অপরদিকে, গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, শুনেছি ওই হামলার পর তাদের (মার্কিন সেনাদের) মাথাব্যথা এবং বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। পেন্টাগনের এক হিসাব অনুযায়ী, ২০০০ সাল থেকে প্রায় চার লাখ ৮ হাজার সদস্যের মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *