মহানবীর দেখানো পথে সবাইকে চলার আহ্বান প্রধান বিচারপতির

মহানবীর দেখানো পথে সবাইকে চলার আহ্বান প্রধান বিচারপতির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো পথেই সবাইকে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

১২ই রবিউল আওওয়াল উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দেয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমরা প্রতিদিন নামাজে সুরা ফাতেহা পাঠ করি। যেখানে একটি আয়াত আছে, যে আয়াতের সরল অর্থ হলো— আল্লাহ আমাদের সহজ সরল পথ দেখান। এখন কথা হলো, সেই সহজ সরল পথ কোনটি? সহজ সরল পথ, যেটি আমাদের রাসুল (সা.) দেখিয়ে গিয়েছেন। দুনিয়ার কোনও সম্পদ যাকে আকর্ষণ করেনি। তিনি মানুষের সঙ্গে যে আচরণ করেছেন তা ছিল মানবিক। তিনি একজন শত্রুর সঙ্গেও মানবিক আচরণ করেছেন।’

‘অথচ আমরা কীভাবে দুর্নীতি করে সহায় সম্পদ গড়ে তুলবো, কীভাবে বাড়ি গাড়ি করবো, তা নিয়ে ব্যস্ত থাকি। আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘করোনা মহামারি থেকে আমরা কতটুকু সতর্ক হয়েছি। তারপরও আমরা দুর্নীতি করে যাচ্ছি। মানুষ ঠকাতে যা ইচ্ছা তাই করে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, হাশরের মাঠে আমরা আল্লাহর কাছে কী জবাব দেবো? রাসুল (সা.) আমাদের কী শিখিয়ে গেছেন আর আমরা কী করে বিদায় নিচ্ছি!’

তিনি বলেন, ‘এই করোনায় ২৬২ জন বিচারক ও আইনজীবী মারা গেছেন। করোনায় আরও কত লোক চলে গেলো, তারপরও আমরা কি সতর্ক হয়েছি? এর থেকে আমরা কি কোনও শিক্ষা নেবো না? আমরা কতটা মানবিক হয়েছি?’

‘নবী কারীম (সা.) তার জীবনে অনেক ত্যাগের মাধ্যমে হুদায়বিয়ার সন্ধিসহ অনেক কাজ করেছেন। যদিও তাতে মুসলমানদেরই বিজয় হয়েছে। বিশ্বের প্রথম লিখিত সনদ মদিনার সনদের মাধ্যমে সব সম্প্রদায়ের মাধ্যমে এক জাতি গঠনের কথা বলা আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি যাতে না হয়, সেটিও বলা আছে।’

আক্ষেপ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আজকেও কয়েকটি মামলার শুনানি হয়েছে, প্রতীমা ভাঙার অভিযোগে। এটা কেন হবে? যখন গুজরাটে দাঙ্গা হলো— তখন আমরা সেক্যুলার সরকারের কথা বলেছি। যদি সেক্যুলার সরকার হতো, তাহলে হয়তো এ ঘটনা ঘটতো না। কিন্তু আমাদের এখানে যখন তেমন ঘটনা ঘটে, তখন আমরা সেক্যুলার থাকি না।’

‘সংবিধানে এদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার। কেন হিন্দুরা ভাববে তারা মাইনরিটি। সবাই এদেশের নাগরিক। আমাদের নতুন করে ভাবতে হবে। রাসুল (সা.) এর পথে আমাদের চলতে হবে। তিনি যে পথ দেখিয়ে গেছেন, তার পুরো জীবনটাই আমাদের জন্য অনুকরণীয়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুন নুর দুলালের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন— সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *