মহানবী (সা.)-এর পরিচিতিমূলক প্রদর্শনী, ইংল্যান্ডের ডার্বিতে

মহানবী (সা.)-এর পরিচিতিমূলক প্রদর্শনী, ইংল্যান্ডের ডার্বিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: প্রতিবছরের মতো এবারও ইংল্যান্ডের ডার্বি শহরে মহানবী মুহাম্মদ (সা.)-এর পরিচিতিমূলক বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) ডার্বি সিটির সেন্ট পিটার্স স্ট্রিটে বর্ণাঢ্য এই প্রদর্শনীর আয়োজন করে আস-সিরাত নামক একটি ইসলামী অলাভজনক সংস্থা। ওই দিন আগত দর্শনার্থীদের ফুল উপহার দেওয়া হয় এবং ইসলামবিষয়ক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। মূলত সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে ইসলামের পরিচিতি তুলে ধরাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। 
আয়োজকদের প্রধান সাজাদ রিয়াজ বলেন, ‘আমরা গত ১০ বছর ধরে এই আয়োজনটি করছি। প্রথম দিকে তেমন সাড়া না ফেললেও এখন অসংখ্য মানুষ এই আয়োজনের অপেক্ষায় থাকে। দর্শনার্থীর সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। আমরা শুধু উপহার দিই এমনটি নয়; বরং সবার সঙ্গে কথা বলি এবং তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরি।
গত বছর অনেকের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তখন সবার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। প্রতিবারের মতো এবারও আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছে।’
তিনি আরো বলেন, ‘প্রতিবছর আমরা অনেক দর্শক পাই, যাদের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা রয়েছে।
মূলত মিডিয়ার প্রপাগান্ডা বা শোনা কথার ওপর ভিত্তি করে তাদের এমন ধারণা তৈরি হয়। ইসলামী বিষয়ে তারা আমাদের সঙ্গে বিতর্ক করলেও আমরা তাদের কাছে শুধুমাত্র ইসলামের মূল বার্তাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কেউ নিজের অভিমত বা মতামত উপস্থাপন করলে আমরা তাদের কথা শুনি এবং জানাশোনার জন্য তাদের প্রশংসা করব। তবে চলে যাওয়ার আগে তাদের এ কথাও বলি, তাদের ধারণা সত্যিকার অর্থে কোনো বিশ্বাসের প্রতিনিধিত্ব নাও করতে পারে।’উল্লেখ্য, বিশ্বনবী মুহাম্মদ (সা.) রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন।
তাই এ মাসজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে সিরাতবিষয়ক আলোচনাসভা ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ইসলাম ধর্মবিষয়ক বই, কাপড়, জায়নামাজসহ নানা ধরনের সামগ্রী বিক্রি করা হয়। সম্প্রতি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এসব আয়োজন জনপ্রিয় হয়ে উঠছে। 
সূত্র : ডার্বি টেলিগ্রাফ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *