পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ মারুফীর পবিত্র বুখারী শরীফের শেষ দরস প্রদান ও মোনাজাতের মধ্য দিয়ে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদীসের শিক্ষাসমাপনী, পুরস্কার বিতরণী ও খতমে বুখারী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইকরা ঝিল মসজিদ কমপ্লক্সে অগনিত মুসল্লির উপস্থিতিতে জামিআ ইকরার খতমে বুখারী অনুষ্ঠিত হয়।
কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি মুহাম্মাদুল্লাহ ইয়াহইয়া।
বুখারী শরীফ এর সর্বশেষ হাদীসের ব্যপারে আলোচনা করতে গিয়ে দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মাওলানা আব্দুল্লাহ মারুফী বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াবি হামদিহী সুবহানাল্লাহিল আযীম’—এই কালেমা পাঠ করতে এতো হালকা যে, বান্দা এটা পড়তেই থাকে, পড়তেই থাকে; আর আল্লাহর হিসাবের খাতায় তার সওয়াব জমা হতে থাকে। এক পর্যায়ে কেয়ামতের দিন এই কালেমার সওয়াব এতো ভারি হবে যে, বান্দার সকল আমলনামা এক পাল্লায় রেখে আরেক পাল্লায় এই কালেমায় অর্জিত নেকির আমল রাখা হলে এই কালেমার পাল্লাই ভারি হবে।
বুখারী শরীফের প্রথম হাদীস এর ব্যপারে আলোচনা করতে গিয়ে এই হাদীস বিশারদ বলেন, ইমাম বুখারী (রহ.) বুখারী শরীফের প্রথম হাদীস এনেছেন নিয়্যত বিষয়ে। নিয়্যতই হল সকল আমলের মূল। আমরা যা কিছু করবো আল্লাহ তাআলার রাযি খুশির জন্যই করবো। ইমাম বুখারী রহ. বুখারী শরীফের শেষ হাদীসও এনেছেন নিয়্যত বিষয়ে, তাঁর উদ্দেশ্য এটা বুঝানো যে, সহিহ নিয়্যত ছাড়া আল্লাহর দরবারে কোনো আমলই কবুল হয় না। আল্লাহর কাছে একমাত্র ইখলাসেরই মূল্য আছে। যার ইখলাস যেই পরিমান, তার আমলও সেই পরিমান ওজন হবে। আমরা যা কিছুই করি, নামায, রোজা, হজ্জ, যাকাত, আল্লাহর রাস্তায় জিহাদ, বাবা-মায়ের খেদমত, আত্মিয়তার বন্ধন রক্ষা, প্রতিবেশীর প্রতি সদাচারণ, দান-সদকা, যে নেক আমলই করি না কেন, এ সমস্ত আমল তখনই ওজনে ভারি হয় যখন ইখলাস থাকে। ইখলাস না থাকলে আল্লাহর দরবারে সেই আমল ওজনে ভারি হবে না।
দেওবন্দের উলুমুল হাদীস বিভাগের প্রধান আরো বলেন, ইসলামের হুকুম-আহকামের মতো ইখলাসও শিখতে হয়। ইখলাস কীভাবে হাসিল হয়? ইখলাস হাসিল হয় যিকরুল্লাহ তথা আল্লাহর যিকিরের মাধ্যমে। বান্দা আল্লাহর যিকির থেকে গাফেল হলে তার অন্তরে গায়রুল্লাহ জায়গা করে নেয়। তারপর সে অন্য কাউকে খুশি করতে গিয়ে নেক আমল করে। মনে রাখবেন, মাখলুককে খুশি করার জন্য কোনো আমল করা হলে, মাখলুক রাজি হোক বা না হোক, আল্লাহ নারাজ হয়ে যান।
খতমে বুখারির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্বারী তৈয়ব সাহেব রহ. এর ছাত্র আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল্লাহ সাহেব, খুলনা মাদানীনগর মাদরসার শাইখুল হাদীস ও পরিচালক মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতি সাইফুল ইসলাম কাসেমী, মুফতি হামিদুর রহমান, ব্যারিস্টার মাওলানা জুনূদ উদ্দীন মাকতুম, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ উলামায়ে কেরাম।
পাথেয় টোয়েন্টিফোর ডটকম