পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ময়মনসিংহের ত্রিশালে একটি মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পাঁচ তলা ভবনের ছাদের কার্নিশে আটকে পড়ে ১০ বছর বয়সী এক শিশু। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে তাকে উদ্ধার করা হয়।
মাদ্রাসাতুল ইদকানের হিফজ বিভাগের ওই ছাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বুধবার (২৫ অক্টোবর) পাঁচ তলা ভবনের ছাদে উঠে রেলিং টপকানোর চেষ্টা করে সে। কিন্তু সেখানে আটকে যায়। পরে ইসহাক নামে একজন ৯৯৯-নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠানো হয়। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
আজ দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে।
সূত্র: বাংলা ট্রিবিউন