মানবদেহে প্রথম বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড

মানবদেহে প্রথম বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে প্রথম দেশ হিসেবে মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে যাচ্ছে ফিনল্যান্ড। পশুদের সংস্পর্শে আসা কিছু কর্মীকে আগামী সপ্তাহে এই টিকা দেওয়া হবে।

নর্ডিক দেশটি ১০ হাজার নাগরিকের জন্য টিকা কিনেছে। প্রতিটিতে দুইটি ইনজেকশন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যৌথ ক্রয়ের অংশ হিসেবে ১৫টি দেশের জন্য ৪ কোটি ডোজ টিকা তৈরি করেছে সিএসএল সিকিরাস।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান কোম্পানি বলেছে, ফিনল্যান্ডই হবে প্রথম দেশ যারা প্রথম টিকা দিতে যাচ্ছে। ফিনিশ ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার এক বিবৃতিতে বলেছে, ‘১৮ বছর বা তার বেশি বয়সি যারা তাদের কাজ বা অন্যান্য পরিস্থিতিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে তাদের এই টিকা দেওয়া হবে।’

বার্ড ফ্লুর এইচফাইভএনওয়ান স্ট্রেনের সংক্রমণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী কয়েক কোটি হাঁস-মুরগি মারা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গরুসহ স্তন্যপায়ী প্রাণী এবং কিছু ক্ষেত্রে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

সূত্র: রয়টার্স

Related Articles