মানিকগঞ্জে বাড়ি থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে বাড়ি থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষিকা ও উপজেলার ঠাকুরকান্দি গ্রামের পোলট্রি ফিড ব্যবসায়ী মোস্তাক আহমেদের স্ত্রী।

মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের টয়লেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৮টার দিকে সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

Related Articles