মিথ্যাচর্চা থেকে মানুষকে বাঁচা উচিত : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : মিথ্য থেকে যেকোনো মূল্যে মানুষকে বাঁচতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ধোঁকা আর মিথ্যায় বেসাতি আজ সর্বত্র। প্রশ্নপত্র ফাঁস, বাজারমূল্যের ঊর্ধ্বগতিসহ সবকিছুতে নাভিশ্বাস চরম পর্যায়ে। দায়িত্বশীলরা কী করছেন। প্রত্যেকের জিম্মাদারী সম্পর্কে মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন।

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ঝিলমসজিদে শুক্রবার জুমুআর আগে প্রদত্ব আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বলেন, আমরা আল্লাহর গোলাম। সর্বক্ষেত্রে তাঁকেই খুশি করা আমাদের উদ্দেশ হওয়া উচিত। আজকে মহান আল্লাহকে খুশি করার ইচ্ছা আমাদের ভেতর যদি সৃষ্টি করতে পারি তাহলে দেশে অনিয়ম বলতে কিছু থাকবে না।

গ্রন্থনা : কাউসার মাহমুদ, সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *