মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মিয়ানমারে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন।

মিয়ানমার সীমান্ত থেকে আসা মর্টার শেলে দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ চরম ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ঢাকা।

ক্ষমতায় আসার তিন বছর পর মিয়ানমারের জান্তা সরকার এই মুহূর্তে সবচেয়ে খারাপ সময় পার করছে। গত বছরের অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরুর পর থেকে সামরিক টহলচৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার।

কী ঘটছে মিয়ানমারে?

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সোমবারও (৫ ফেব্রুয়ারি) থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এমনকি সেই দেশের মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। সোমবার দুপুরের দিকে একটি মর্টারশেল বাংলাদেশের ভুখণ্ডের বসতবাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হয়। সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় মিয়ানমারের ৪০০ চাকমা

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১১৩ জন সদস্য পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *