মিহির নন্দী আর নেই

মিহির নন্দী আর নেই

নিজস্ব প্রতিবেদক  ● খ্যাতিমান সংগীতজ্ঞ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা মিহির নন্দী আর নেই। গত শনিবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মিহির নন্দী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

গত রবিবার সকাল ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মৃতদেহ চট্টগ্রাম নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এরপর দুপুরে নগরীর বালুয়ার দিঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।  তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

১৯৪৫ সালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মিহির নন্দী জন্মগ্রহণ করেন। ষাটের দশক থেকে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি, সংগীত সংগঠন আনন্দ ধ্বনির প্রতিষ্ঠাতা এবং উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। সংগীতে অসামান্য অবদানের জন্যে গত বছর তাকে রাষ্ট্রীয় শিল্পকলা পদকে ভূষিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *