মুফতী পালনপুরীর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক প্রকাশ

মুফতী পালনপুরীর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক প্রকাশ

মুফতী পালনপুরীর ইন্তেকালে আল্লামা মাসঊদের গভীর শোক প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ইলমে নববীর আকাশছোঁয়া একজন তারকা ব্যক্তিত্বকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, কেবল দারুল উলূম দেওবন্দ নয় সমগ্র বিশ্বই একজন হাদিস বিশারদ ও গভীর জ্ঞান তাপসকে হারালো। মুমুফতী সাঈদ আহমদ পালনপুরীর শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়। তাঁর ইলমি যওক, তাত্ত্বিক ফিকহি মাহারাত ও হাদিসের বিশ্লেষণের ক্ষেত্রে তাঁর তুলনা হয় না।

মঙ্গলবার (১৯ মে ২০২০) মুফতী সাঈদ আহমদ পালনপুরী ইন্তেকালের সংবাদ শুনে এক শোক বার্তায় মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

মুফতী সাঈদ আহমদ পালনপুরীর নওজোয়ান অবস্থার ফিকহি মাহারাত খুব কাছে থেকে দেখেছেন দাবি করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমরা আল্লামা নাসির খান সাবের কাছে বুখারী শরিফ পড়েছি। তখনও মুফতী সাঈদ আহমদ পালনপুরী উস্তাদ ছিলেন। আমি সরাসরি তাঁর কাছে পড়িনি। তবে তিনি তখনই জনপ্রিয় একজন উস্তাদ ছিলেন। তালেবে ইলমদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন এই মুফতী সাহেব। তাকে হারিয়ে কেবল দেওবন্দ এলাকা নয় বিশ্বই একজন মহৎ আদর্শ ‍উস্তাদকে হারালো। একজন লেখককে হারালো।

তিনি বলেন, আজকাল কেউ মানতেক পড়তেই চায় না। বাংলাদেশেও ফালসাফা ও মানতেকের গুরুত্ব নেই। অথচ তিনি যেমন এ বিষয়ে পুস্তকও লিখেছেন, নিজে পড়েছেনও। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *