পাথেয় ডেস্ক : কাশ্মীরসহ দেশে দেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিশ্বমুসলিম নেতৃত্বকে জোরালো ভুমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমদ। তিনি বলেন, কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, এ অঞ্চলের মানুষ স্বাধীনতাভাবেই বসবাস করে আসছে। তারা স্বাধীনতা চাইলে দিতে হবে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।
মাওলানা ইউনুছ আহমদ বলেন, ৩৭০ ধারা তুলে দেয়ার পর কাশ্মীরে অমানবিক নির্যাতন চলছে। সাধারণ মুক্তিকামী মানুষকে চরম হয়রানি করা হচ্ছে। এমন আচরণ চরম মানবতাবিরোধী। কাশ্মীরে অতি দ্রুত নির্যাতন ও নিপীড়ন বন্ধের আহ্বান জানান।
তিনি আরও বলেন, কাশ্মীর-ভারত যুদ্ধে জড়ালে বাংলাদেশের জনগণ ঈমানদার জনতা মজলুম কাশ্মীরের পক্ষে থাকবে এবং তাদের সব ধরণের সহযোগিতা করবে।