মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্প করছে সরকার : মির্জা ফখরুল

মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্প করছে সরকার : মির্জা ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্প করা হচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়নমূলক কাজের কথা বলে আওয়ামী লীগ সরকার দুর্নীতির উন্নয়ন করছে। মেগা প্রজেক্টগুলো হয়েছে মেগা দুর্নীতি করার জন্য।

মির্জা ফখরুল বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ নেতারা গত কয়েক বছরে যে বিত্ত সংগ্রহ করেছেন সেটার পরিমাণ হিসাব করলেই বুঝতে পারবেন দুর্নীতিটা কোথায় হচ্ছে।’

‘পদ্মা সেতুকে বলা হয়ে থাকে উন্নয়নের সবচেয়ে বড় সফলতা। এটা শুরু হয়েছিল ১০ হাজার কোটি টাকায়। এখন সেই প্রকল্প গিয়ে ঠেকেছে ৪০ হাজার কোটিতে। এভাবে দুর্নীতির জন্য প্রত্যেকটি প্রকল্পের খচর ৩ থেকে ৫ গুণ বেড়ে গেছে।

তিনি বলেন, ‘কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ না দিলেও পয়সা দিতে হবে, এখন এই দুর্নীতি হচ্ছে। এজন্য আইন করা হয়েছে যে তাদেরকে কোন প্রশ্ন করা যাবে না।’

‘আওয়ামী লীগ দুর্নীতি করছে এবং তাদের এই একদলীয় ফ্যাসিস্ট শাসন পাকাপোক্ত করার জন্য গণতন্ত্রের সমস্ত পথগুলো তারা বন্ধ করে দিয়েছে।’

সরকারের মদদে দেশে সাম্প্রদায়িক হামলা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু তারাই সবচেয়ে বেশি হিন্দুদের জমি-জমা দখলে নিয়ে বসে আছে।’

‘এ প্রসঙ্গে আমাদের এক নেতা চমৎকার করে বলেছেন—সাম্প্রদায়িক সমস্যাগুলো ঘটলে, তাদের দুটো লাভ আছে। প্রথমত: হিন্দুরা দেশ ছেড়ে চলে গেলে, জমিজমা দখল করা যাবে, আর না গেলে ভোট পাওয়া যাবে। সাম্প্রদায়িক হামলার পেছনে মূল বিষয়টাই এটা। স্বাধীনতার পর থেকে যদি সাম্প্রদায়িক বা গোষ্ঠীগত সমস্যাগুলো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যায়, তবে জানা যাবে যে ঘটনার পেছনে কাদের হাত রয়েছে ও সুবিধাভোগী কারা। ১৯৭২ সালে থেকে তারাই (আওয়ামী লীগ) সবচেয়ে বেশি হিন্দুদের জমি-জমা দখলে নিয়ে বসে আছে।’

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতা ধরা পড়ায় অনেককিছু পরিষ্কার হয়ে গেছে। কুমিল্লার পুরোহিত গোবিন্দ প্রমাণিক বলেছেন আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও বিভেদ থেকেই এই ঘটনার সৃষ্টি হয়েছে।’

ফখরুল বলেন, ‘আমি রানা দাস গুপ্তের সংবাদ সম্মেলন শুনেছি, পুরোহিত গোবিন্দ প্রমাণিকের বক্তব্য শুনেছি এবং সেখানকার স্থানীয় মন্দিরের পুরোহিতদের বক্তব্যও শুনেছি। সমস্ত বক্তব্যগুলো একদিকেই গেছে তা হলো—আওয়ামী লীগই এসব করেছে। এগুলোর দায় আওয়ামী লীগ সরকারেই নিতে হবে, এই দায় অন্য কেউ নিবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *