পাথেয় রিপোর্ট : মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লিফলেট ও উগ্রপন্থি বই জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পিরোজপুর খড়ের মাঠ থেকে তাদের আটক করা হয়। মেহেরপুর সদর থানার খড়ের মাঠ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বারাদী মোমিনপুর এলাকার রবিউল ইসলাম মন্ডলের রফিকুল ইসলাম (৩৫), কলাইডাঙ্গা গ্রামের মঙ্গল আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে শ্যামল (২৮), রঘুনাথপুর গ্রামের হারান আলীর ছেলে রাহাবুল ইসলাম (২৮), আব্দুর রশিদের ছেলে সুজন হোসেন (২৩), লিয়াকত আলীল ছেলে জিহাদ হোসেন (৩২), রঘুনাথপুর কলোনিপাড়া এলাকার হামিদুল হকের স্ত্রী মৌসুমি খাতুন (৩২), মফিজুল ইসলামের স্ত্রী বন্না খাতুন (৩০) ও হামিদুল ইসলামের স্ত্রী আনজুয়ারা খাতুন (৩৭)।
এসআই পলাশ কুমার গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে তারা একটি বাড়িতে গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।